আজ (২ অক্টোবর) বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সকাল থেকেই মন্দিরগুলোতে চলছে দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি। ভক্তরা মায়ের কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তাদের অঞ্জলী নিবেদন করছেন।
এ বছর দেবী দোলা বা পালকিতে চড়ে স্বর্গালোকে প্রত্যাবর্তন করছেন, যা মহাসপ্তমীর দিনে আগমনকে স্মরণ করিয়ে দিচ্ছে। হিন্দু শাস্ত্রমতে, রাত ফুরালেই দেবী দুর্গা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীগৃহ কৈলাশ বা দেবালয়ে ফিরে যাবেন। পাঁচ দিনের শারদীয় উৎসব আজ শেষ হবে, সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে।
এ সময় ভক্তরা শুধুমাত্র ভক্তি নয়, ভালোবাসা ও কন্যাস্নেহও দেবীকে নিবেদন করছেন। বাস্তব জীবনে যেমন কন্যার আগমনের আনন্দ এবং বিদায়ের বেদনা পরিবারের মধ্যে প্রকাশ পায়, তেমনি এই পূজার মধ্যে তা ফুটে ওঠে। বিসর্জনের পর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে অপরাজিতা পূজা, শান্তি ও আশীর্বাদ গ্রহণ।
Leave a Reply