শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার অভিযোগ করেছেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, অতীতে ধর্মীয় বিশ্বাস ও পোশাকের কারণে অনেকেই হয়রানির শিকার হয়েছেন এবং ওই সময় সাজানো হয়েছিল “জঙ্গি নাটক”।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ড. আবরার আরও বলেন, ধর্ম শিক্ষাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নেই। কিন্তু এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করেন। তিনি আরও আশ্বস্ত করেন, আগামী নির্বাচনে সবাই দিনেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপদেষ্টারা জানান, মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে তাকে যুগোপযোগী করার নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply