শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামীকাল থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
এ সময় তিনি জানান, আগামী দুই দিন ইনকিলাব মঞ্চ বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। আলোচনার মূল লক্ষ্য থাকবে—হাদি হত্যার বিচারসহ সংগঠনটির উত্থাপিত চার দফা দাবি আদায়।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা দেরি মেনে নেওয়া হবে না। জনগণের ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.