আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে রশিদ খান ও মোহাম্মদ নবির দল ৫ উইকেটে ১৪৭ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ দিকে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই জয় পায় টাইগাররা। শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রানে, আর শরিফুল অপরাজিত ৬ বলে ১১ রানে।
বল হাতেও কার্যকর ছিলেন শরিফুল—৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ১টি উইকেট। ব্যাট ও বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জিতলো। এর আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছিল টাইগাররা।
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নেন ৪ উইকেট, রশিদ খান ২টি, আর নূর আহমেদ ও মুজিব উর রহমান নেন ১টি করে উইকেট।
Leave a Reply