1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

শততম ম্যাচে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭ Time View

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষরে লেখা দিন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট খেলতে নেমেই সেই ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। আর বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই পূরণ করলেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে এলিট এক তালিকায় জায়গা করে নিলেন ৩৮ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার।

টেস্ট ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করলেন মুশফিক। এর আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ডেভিড ওয়ার্নার—২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে করেছিলেন ডাবল সেঞ্চুরি (২০০)।

শততম ম্যাচে আরও বড় কীর্তি রয়েছে রিকি পন্টিংয়ের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই শতক হাঁকিয়েছিলেন তিনি—প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩*। সেই রেকর্ড এখনও এককভাবে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের দখলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯৮ রান। ক্রিজে আছেন সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম এবং তার সঙ্গে লিটন দাস ৫২ রানে অপরাজিত। দুইজনের দৃঢ় জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss