লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির রেড ক্রিসেন্ট শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জানায়, বৃহস্পতিবার রাতে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে তারা উদ্ধারে নামে। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী—যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় নৌকায় ছিলেন মোট ৬৯ জন যাত্রী—দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক, যাদের মধ্যে ছিল আট শিশু। তবে দুর্ঘটনায় ৯৫ জন যাত্রীর মধ্যে বাকি ৯১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রেড ক্রিসেন্ট বলছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ জীবিতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছে।
উল্লেখ্য, ইউরোপগামী অবৈধ অভিবাসীদের জন্য লিবিয়া এখনও অন্যতম প্রধান রুট। এই বিপজ্জনক যাত্রাপথে প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় দেশটির ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.