এশিয়া কাপের সুপার ফোরকে সামনে রেখে নানা সমালোচনা চললেও বর্তমান বাংলাদেশ দলের টিম স্পিরিটে আস্থা রাখছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাসদের দল কিছু চমক দেখাতে পারবে। তবে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম নিয়ে খেলার সিদ্ধান্তে খানিকটা হতাশ তিনি।
বিসিবি সভাপতি গণমাধ্যমকে বলেন,
“এই দলটার টিম স্পিরিট ভালো লেগেছে। টি-টোয়েন্টি খুবই অনিশ্চিত ফরম্যাট। যদি আমরা ভালো করতে পারি, আরও দূরে যেতে পারব। টিম ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে। আপাতত লক্ষ্য শ্রীলঙ্কাকে নিয়েই থাকবে।”
আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম খেলানো প্রসঙ্গে বুলবুল জানান, “গত ম্যাচে দলের সমন্বয় খুবই বেমানান ছিল। সাড়ে চার বোলার নিয়ে খেলেছি। তারপরও দল ব্যাকআপ করেছে।”
অন্যদিকে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে, সুপার ফোরে সবচেয়ে বড় লক্ষ্য হবে জয় পাওয়া, রান রেট নয়। তিনি বলেন, “আমাদের জন্য এখন রানরেট এত গুরুত্বপূর্ণ নয়। আমাদের শুধু ম্যাচ জেতার দিকে মনোযোগ দিতে হবে। রানরেটের হিসাব পরে দেখা যাবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সুপার ফোর ম্যাচে টাইগাররা ইতিবাচক সূচনা করতে পারে কি না, এখন সেদিকেই নজর সমর্থকদের।
Leave a Reply