মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর ঘিরে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে তার বিরুদ্ধে স্লোগান দেন এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানান।
দুই দিনের সফরে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সস্ত্রীক যুক্তরাজ্যে পৌঁছান ট্রাম্প। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, প্রিন্স উইলিয়াম ও কেট। রাজকীয় বাহনে শোভাযাত্রা, লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার, সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের ফ্লাই পাস্টে অভ্যর্থনা জানানো হয় ট্রাম্প দম্পতিকে। এরপর তারা রাজকীয় সংগ্রহশালা ও সেন্ট জর্জ চ্যাপেল পরিদর্শন করেন এবং রাজকীয় ভোজসভায় যোগ দেন।
কিন্তু এই আয়োজনের মধ্যেই লন্ডনের রাস্তায় শুরু হয় বিক্ষোভ। ফিলিস্তিনের পতাকা হাতে হাজারো মানুষ গাজার যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দেন। এক বিক্ষোভকারী বলেন, “তার উচিত নিজ দেশের সমস্যা সমাধানে মনোযোগ দেয়া এবং অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা। বিশেষ করে গাজা ইস্যুতে। ইসরায়েলকে দেওয়া সমর্থন ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।”
আরেকজন বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই দেশের অধিকাংশ মানুষ গাজা হত্যাযজ্ঞের অবসান চায়। তারা ট্রাম্পের নীতির সঙ্গে একমত নয়। যে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে ও বর্ণবৈষম্য ছড়াচ্ছে, তাকে কীভাবে এখানে আসার অনুমতি দেওয়া হয় আমি বুঝি না।”
এর আগে ট্রাম্পের আগমনের ঠিক আগে উইন্ডসর ক্যাসেলের দেয়ালে ভেসে ওঠে তার সঙ্গে যৌন অপরাধে দণ্ডিত প্রয়াত জেফরি এপস্টেইন ও ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রুর ছবি। এ ঘটনায় অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply