টি-টোয়েন্টির মঞ্চে ৪১ রানের হার বড় ব্যবধানই বলা চলে। ১৬৯ রানের সহজ টার্গেট নিয়েও লড়াইটা করতে পারল না জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। সাইফ হাসানের সাহসী ইনিংস সত্ত্বেও ৩ বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে যায় ইনিংস। ৫১ বলে তার ব্যাট থেকে আসে ৬৯ রান। ফলাফল—নিরাপদ জয় তুলে নিয়ে ভারত নিশ্চিত করল এশিয়া কাপের ফাইনাল। বাদ পড়েছে শ্রীলঙ্কা। এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অঘোষিত সেমিফাইনাল, যে জিতবে তারাই ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
পাওয়ার প্লেতে সাইফ ও পারভেজ ইমনের জুটিতে ভালো অবস্থান নিয়েছিল বাংলাদেশ (৪৪ রান)। কিন্তু ইমন (২১), হৃদয় (৭), শামিম (০) ও জাকের আলী দ্রুত বিদায় নিলে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক সাইফ লড়াই চালিয়ে গেলেও সঙ্গী পাননি কেউ।
একপ্রান্ত ধরে খেলে সাইফ হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিন চার ও চার ছয়ে তার ৬৯ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত ভরসা হতে পারেননি। শেষ ১৬ বলে যখন দরকার ছিল ৫৩ রান, তখনই কার্যত শেষ হয়ে যায় লড়াই।
ভারতের হয়ে কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট। বুমরাহ ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে। অক্ষর প্যাটেল ও তিলক বর্মা শিকার করেন ১টি করে উইকেট।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে, ফলে ফাইনালে ওঠার লড়াই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গড়াল।
Leave a Reply