জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ডাটাবেজে রোহিঙ্গা এবং বিদেশিদের অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
সোমবার (৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “রোহিঙ্গা ও বিদেশিদের কোনোভাবেই এনআইডি ডাটাবেজে ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রযুক্তিগত সক্ষমতা এখন এতটাই শক্তিশালী যে, নিবন্ধনের সময়ই এসব যাচাই-বাছাই করে রোধ করা সম্ভব।”
হুমায়ুন কবীর জানান, রোহিঙ্গাদের তথ্য নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, তা নির্বাচন কমিশনের ডেটাবেসে এপিআইয়ের মাধ্যমে সংরক্ষিত থাকবে। তবে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলো সিদ্ধান্ত নেয় যে, এসব তথ্য সংশ্লিষ্ট দপ্তরের কাছেই থাকবে এবং ইসি প্রয়োজনে যাচাই করে নেবে।
এনআইডি সংশোধন কার্যক্রমে গতি আনছে ইসি
বর্তমানে এনআইডি সংশোধনের লক্ষ্যে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা পুনর্বিন্যাস করা হয়েছে। “বিপুল পরিমাণ ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তা পর্যায়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে,” বলেন মহাপরিচালক।
তিনি আরও জানান, “ডাটাবেজে বর্তমানে ৫০০-এর বেশি ডাবল এনআইডি শনাক্ত করা গেছে। প্রতিটি যাচাই করা সম্ভব না হলেও, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে সংশোধন প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”
প্রবাসী ভোটার নিবন্ধন আরও ৪০ দেশে
বর্তমানে বিশ্বের ৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী সপ্তাহে কানাডায় চালু হলে এই সংখ্যা হবে ৯। হুমায়ুন কবীর জানান, “প্রবাসী ভোটার কার্যক্রম সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ হচ্ছে দূতাবাসে স্থান সংকট। এই সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে এবং শিগগিরই আরও ৪০টি দেশে কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে এখনও সরকারিভাবে অনুমোদন না পাওয়ায় সেখানে কার্যক্রম শুরু করা যায়নি।
আসছে এনআইডি বিষয়ক মিডিয়া সেমিনার
এনআইডি ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে নির্বাচন কমিশন শিগগিরই সাংবাদিকদের নিয়ে একটি সেমিনার আয়োজন করবে। “এখানে এনআইডি সেবা সহজ করতে যারা কাজ করছেন, তাদের অভিজ্ঞতা বিনিময় হবে। রাজনৈতিক দলের প্রতিনিধি অন্তর্ভুক্ত হবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি,” জানান মহাপরিচালক।
Leave a Reply