রাশিয়ার চালানো ভয়াবহ ড্রোন হামলায় একদিনে কেঁপে উঠেছে ইউক্রেনের ১২টি শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া ও পোলতাভার জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো ঘরবাড়ি। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে এই হামলা চালানো হয় বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বড় ক্ষতি জ্বালানি খাতে:
চেরনিহিভে একটি জ্বালানি স্থাপনায় হামলায় ১৭ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জাপোরিঝিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও যানবাহন ধ্বংস হয়েছে। পোলতাভায় ধ্বংস হয়েছে একটি গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ—‘শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো।’
ইউক্রেনের পাল্টা হামলা:
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি অস্ত্র ও গোলাবারুদ কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
কূটনৈতিক অচলাবস্থা:
চলতি বছর যুদ্ধ বন্ধে দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো অগ্রগতি হয়নি। মার্কিন বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে আলোচনায় ব্যস্ত রেখেই পুতিন ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ট্রাম্প এখন ইউক্রেনের পরিবর্তে রাশিয়ার সঙ্গে নতুন এক সম্মেলনের পরিকল্পনা করছেন।