ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) শুরু হওয়া আপিল কার্যক্রমের প্রথম দিনে জমা পড়া আবেদনগুলোর মধ্যে ৩৯টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ২টি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা হয়েছে।
দেশের মোট ১০টি নির্বাচনী অঞ্চলের মধ্যে ৯টি অঞ্চল থেকেই এদিন আপিল এসেছে। এর মধ্যে ঢাকার আপিল সংখ্যা সবচেয়ে বেশি—১৫টি।
এছাড়া ফরিদপুর থেকে ৭টি, রাজশাহী ও কুমিল্লা অঞ্চল থেকে ৫টি করে, রংপুর ও খুলনা অঞ্চল থেকে ৩টি করে, বরিশাল ও ময়মনসিংহ থেকে ১টি করে এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২টি আপিল আবেদন জমা পড়েছে। তবে সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল জমা পড়েনি।
রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিল বা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম সোমবার থেকেই শুরু হয়েছে। এ জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আলাদা বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে কিংবা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে আপিল করা যাবে।
আপিল নিষ্পত্তির লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি অনুষ্ঠিত হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.