দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত আবারও প্রমাণ করলেন—খ্যাতির শিখরে থেকেও তিনি এখনো মাটির মানুষ। সম্প্রতি হিমালয়ের ঋষিকেশে এক আধ্যাত্মিক সফরে গিয়ে একেবারে সাধারণভাবে শালপাতার প্লেটে রাস্তার ধারে বসে খাবার খেতে দেখা গেছে এই কিংবদন্তি অভিনেতাকে।
এনডিটিভি’র প্রতিবেদনে জানা যায়, ব্যস্ত শুটিং সূচির ফাঁকে নিজের ভেতরের শান্তি খুঁজতে গিয়েছিলেন তিনি হিমালয়ের গঙ্গাতীরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়—সাদা পোশাকে সাদাসিধে রজনীকান্ত বসে আছেন পাহাড়ি রাস্তায়। সামনে রাখা পাথরের উপর শালপাতার থালায় পরিবেশিত খাবার উপভোগ করছেন তিনি।
পাশেই পার্ক করা গাড়ি, পেছনে পাহাড়ের মনোরম দৃশ্য—সব মিলিয়ে ছবিটি যেন রজনীকান্তের জীবনদর্শনের প্রতিফলন: খ্যাতি নয়, সরলতাই আসল শান্তি।
জানা গেছে, এই সফরে তিনি স্বামী দয়ানন্দ আশ্রমে গিয়েছিলেন, যেখানে তিনি ধ্যান করেন ও সন্ধ্যায় গঙ্গা আরতিতে অংশ নেন। এরপর তিনি যান উত্তরাখণ্ডের দ্বারাহাটে, যা হিমালয়ের আরেকটি শান্ত ধ্যানকেন্দ্র হিসেবে পরিচিত।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের সর্বশেষ ছবি ‘কুলি’, পরিচালনায় ছিলেন লোকেশ কঙ্গরাজ। এতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা ও শ্রুতি হাসান।
Leave a Reply