রাশিয়া পশ্চিমা বিশ্বের সংকল্পকে পরীক্ষার মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।
বুধবার (১ অক্টোবর) কোপেনহেগেনে ইইউ নেতাদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভন ডার লিয়েন বলেন,
“আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া আমাদের দৃঢ় সংকল্প পরীক্ষা করছে। তাই এই সময়ে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঐক্যের সাধারণ বোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যেই ইউক্রেনকে ৪ বিলিয়ন ইউরো (৪.৬ বিলিয়ন ডলার) সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ২ বিলিয়ন ইউরো ড্রোনে বিনিয়োগ করা হবে।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন,
“ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। রাশিয়ার ওপর আরও চাপ বাড়াতে হবে।”
সম্প্রতি পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, নরওয়ে এবং ডেনমার্কসহ একাধিক ইইউ দেশ তাদের আকাশসীমা লঙ্ঘন বা ব্যাঘাতের অভিযোগ করেছে। এসব ঘটনার সঙ্গে রাশিয়ান ড্রোন জড়িত থাকার দাবি উঠলেও, মস্কো তা অস্বীকার করেছে।
Leave a Reply