জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ভোর থেকেই আদালতপাড়ায় টহল ও নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এর আগে গত বৃহস্পতিবারও রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসনের চিঠির পর সেনা মোতায়েন করা হয়েছিল।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার অন্য দুই আসামি—ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখনও পলাতক। একমাত্র গ্রেফতার হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অভিযোগ গঠনের দিনই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।
রায়কে ঘিরে রাজধানীর আদালত এলাকায় উত্তেজনা ও সতর্কতা বাড়লেও নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.