1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

রাফাহ বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, গাজায় হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৪ Time View

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলের গোলানি ব্রিগেডের বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। তারা একটি ভবনে বিস্ফোরক স্থাপন করছিলেন, ঠিক তখনই ভবনটি বিস্ফোরিত হয়ে ধসে পড়ে। এই ঘটনার বিষয়ে এখনো ইসরায়েলি বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, এবং ঘটনাস্থল ঘিরে কঠোর গোপনীয়তা আরোপ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং আল জাজিরা-র রিপোর্ট অনুযায়ী, রাফাহর এল জেনেইনা এলাকায় ঘটনাটি ঘটে, যেখানে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি সংঘর্ষ চলছিল। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার চক্কর দেয় এবং পরে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো ইসরায়েলি সেনারা আটকে রয়েছেন।

গাজা শহর থেকে আল জাজিরা-র প্রতিবেদক হানি মাহমুদ বলেন, “রাফাহ শহরে সংগঠিত ধারাবাহিক ঘরবাড়ি ধ্বংস অভিযানের অংশ হিসেবে ওই সেনারা ভবনে বিস্ফোরক তার বসাচ্ছিলেন। তখনই ভবনটি ধসে পড়ে এবং তাদের অনেকেই নিচে চাপা পড়েন।”

সংঘর্ষ এতটাই তীব্র যে, হতাহতদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের চলমান বিমান ও স্থল হামলায় বৃহস্পতিবার অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক বাড়িতে বিমান হামলায় এক পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও লোকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

মধ্য গাজার দেইর আল বালাহ এবং নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গাজা শহরের পূর্বাঞ্চল শুজাইয়ায় গোলাবর্ষণে একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খান ইউনিসে শরণার্থীদের অস্থায়ী তাঁবুতে আর্টিলারি হামলায় এক শিশু নিহত এবং চারজন আহত হয়েছে।

আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়েছে, বেইত লাহিয়ার যে বাড়িটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ছিল। “বাড়ির মালিক এবং আশ্রয়প্রাপ্ত সব মানুষ নিহত হয়েছেন,” বলেন মাহমুদ। “অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় ইন্দোনেশিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে, যা ইতিমধ্যেই সক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে।”

গাজায় চলমান অবরোধ পরিস্থিতিকে ঘিরে এখন দুর্ভিক্ষের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। ২ মার্চ থেকে কঠোর অবরোধ আরোপের ফলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশ বন্ধ হয়ে গেছে।

World Central Kitchen (WCK) জানিয়েছে, তাদের খাদ্য কার্যক্রম বন্ধ হয়ে গেছে। “আমাদের কাছে আর কোনো খাদ্যপণ্য নেই,” সংগঠনটি জানায়। তারা প্রতিদিন ১,৩০,০০০ খাবার এবং ৮০,০০০ রুটি সরবরাহ করত।

WCK-এর প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস বলেন, “ট্রাকগুলো মিশর, জর্ডান ও ইসরায়েলে প্রস্তুত আছে। কিন্তু অনুমতি ছাড়া তারা চলতে পারবে না। মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া জরুরি।”

বিশ্ব খাদ্য কর্মসূচিও (WFP) জানিয়েছে, তাদের গাজা স্টক শেষ। malnutrition এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক এনজিও বলছে, তারা এখন আর ক্ষুধাজনিত রোগ প্রতিরোধ বা চিকিৎসা করতে পারছে না।

Anera-এর প্রেসিডেন্ট শন ক্যারল আল জাজিরা-কে বলেন, “আমরা আগে প্রতি সপ্তাহে প্রায় দশ লাখ খাবার সরবরাহ করতাম। এখন গত ৬৬ দিনে মাত্র কয়েক হাজার সরবরাহ করতে পেরেছি। আমাদের মানবতা হারিয়ে যাচ্ছে।”

খোলা থাকা কয়েকটি ত্রাণকেন্দ্রে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শিশু, নারী ও পুরুষেরা সীমিত রেশন পেতে হুমড়ি খাচ্ছে। বেকারিগুলো বন্ধ, জ্বালানির অভাবে পানির সরবরাহও স্তব্ধ হয়ে গেছে।

গাজার বাইরেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রবিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবের বেঞ্জ গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।

“আপনারাই দায়ী,” বলেন কাটজ। “আমরা যেটা হামাসের গাজায় এবং হিজবুল্লাহর বৈরুতে করেছি, সেটাই তেহরানেও করতে পারি।”

ইসরায়েল পাল্টা হামলায় সানা বিমানবন্দর এবং হুথি-নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ করে, যেখানে কমপক্ষে একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

ইরান হুথিদের হামলায় কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ওমানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছে, হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, “আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালাবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss