গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনারা দাবি করেছে, হামাস তাদের সৈন্যদের ওপর আক্রমণ চালিয়েছে। তবে হামাস জানিয়েছে, রাফাহে কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়।
চিকিৎসা সূত্রে জানা গেছে, মধ্য গাজায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উত্তর গাজায় দুইজন নিহত ও বহুজন আহত হয়েছেন ইসরায়েলি হামলায়।
প্যালেস্টাইন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরায়েল অন্তত ৪৭টি লঙ্ঘন করেছে, যেখানে ৫১ জন নিহত ও ১৪৩ জনের বেশি আহত হয়েছেন।
এদিকে, ইসরায়েল জানিয়েছে—গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত ৬৮,১৫৯ জনের প্রাণ কেড়েছে এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছেন। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে অপহরণ করা হয়।