রাজধানীর ব্যস্ততম দুই এলাকা হাতিরঝিল ও পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সন্ধ্যার পর থেকে রূপ নেয় আতঙ্কের স্থানে। দিনে আলো, ভিড় আর নিরাপত্তা থাকলেও, রাত নামলেই অন্ধকার ও ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা।
হাতিরঝিলের ফ্লাইওভারের নিচে, পানির ধারে নির্জন পথে এবং যেখানে স্ট্রিটলাইট নেই—সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়।
ডেলিভারি কর্মী সায়েম বলেন,
“হাতিরঝিল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাঁচজন আমার পথ আটকে সব নিয়ে যায়।”
পূর্বাচলের ৩০০ ফিট সড়কেও একই চিত্র। ছিনতাই, ডাকাতি এমনকি হত্যার ঘটনাও ঘটছে নিয়মিত। সম্প্রতি এক মোটরসাইকেল চালকও এই চক্রের শিকার হন।
পুলিশের তথ্যমতে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ হয়েছে ৭টি।
খিলক্ষেত থানায় ৩০০ ফিট এলাকায় ছিনতাইয়ের মামলা হয়েছে ৪টি।
তবে সাধারণ মানুষের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি; অনেকেই ভয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন না।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“রাজধানীতে ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল চলছে। ফলে ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কমেছে।”
Leave a Reply