আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এর পরপরই বাংলাদেশি এই ক্রিকেটারকে দলে নেওয়ার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ শুরু করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিসিসিআইয়ের নির্দেশনায় মোস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা। এতে করে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে আজ রাতে জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছে, রাত ৯টায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে মোস্তাফিজুর রহমান ইস্যুসহ ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে যেভাবে বিক্ষোভ ও নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে, তাতে সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
‘ক্রিকেটারদের নিরাপত্তা বিসিবির সবচেয়ে বেশি প্রায়োরিটি। তাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করা হবে এবং বোর্ড মিটিংয়ের পর বিস্তারিত জানানো যাবে।’
ভারতে বিশ্বকাপ হলেও পাকিস্তান তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বাংলাদেশও প্রয়োজনে ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে ম্যাচ খেলবে কি না, সে বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মোস্তাফিজের আইপিএল খেলতে না পারার বিষয়টি নিয়ে আজ বিকেলে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। তিনি জানান, রাত সাড়ে নয়টায় জরুরি বোর্ড সভা শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানিয়েছে,
‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুযায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে। দ্রুত বিস্তারিত জানানো হবে।’
Leave a Reply
You must be logged in to post a comment.