দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে তাদের বহু প্রতীক্ষিত সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে জানা যায়, গত ৩ অক্টোবর গোপনে বাগদান সম্পন্ন করেছেন এই তারকা জুটি। এরপর থেকেই দুই পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উদয়পুরের বিলাসবহুল হেরিটেজ হোটেলেই হবে এই আয়োজন। এর আগে এই ভেন্যুতেই বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিরা— ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসও।
রাশমিকা ও বিজয়ের প্রেমের শুরু ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের হৃদয় জয় করে নেয়, আর অফস্ক্রিনেও শুরু হয় ঘনিষ্ঠতা। পরে ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়।
বহু বছর গোপন রাখার পর অবশেষে তারা নিজেরা স্বীকার করেছেন, “আমরা আর সিঙ্গেল নই।”
তাদের বিয়েতে চলচ্চিত্র দুনিয়ার বড় বড় তারকাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, এবং অনুষ্ঠানটি হবে একেবারে রাজকীয় আভিজাত্যে ভরপুর।
Leave a Reply
You must be logged in to post a comment.