শাপলা কলি প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাতে ইসির সঙ্গে দলের বিভিন্ন সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। এনসিপির অভিযোগ—আদালতকে ব্যবহার করে এখন এসব সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা চলছে, যা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এনসিপি আরও জানায়, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই এবং নির্বাচনী অর্থ ব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নিতে হবে। বিশেষ করে কালো টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় দলটি।
গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণভোট নিয়ে সঠিক ও বিস্তৃত প্রচার প্রয়োজন। নইলে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছাবে না। পাশাপাশি ভোটের সময় অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.