দেশের রাজনৈতিক অঙ্গনে এখনো কাঙ্ক্ষিত ঐক্য প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীতে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সংলাপে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শিক বিভক্তি ও পারস্পরিক অবিশ্বাসের কারণে জাতীয় ঐক্য এখনো গড়ে ওঠেনি। অথচ, দেশের সংকট উত্তরণে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”
জুলাই সনদের স্বাস্থ্য কমিশন সংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন—
“সেখানে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দায়িত্ব কার—এটা স্পষ্ট করা হয়নি। কিন্তু বাস্তবে দেখা গেছে, রাস্তায় না নামলে কোনো দাবি আদায় হয় না। আন্দোলন আর অনশনই পরিবর্তনের একমাত্র কার্যকর উপায়।”
তরুণদের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন—
“তরুণরা যাতে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে রাজনীতিতে অংশ নিতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এজন্য আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে নামানোর প্রস্তাব দিয়েছিলাম। বিশ্বের বেশ কিছু দেশে এই বয়সসীমা কার্যকর রয়েছে।”
তার মতে, কাঠামোগত পরিবর্তন ছাড়া রাজনৈতিক সংস্কার কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।
ডা. তাসনিম জারা বলেন—
“যেসব নারী অতীতে গণ–অভ্যুত্থান ও গণআন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের রাজনীতির মূলধারায় নিয়ে আসা জরুরি। আমরা প্রস্তাব দিয়েছিলাম সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার।”
রাজনীতিতে সহিংসতা, প্রভাব ও পেশীশক্তির ব্যবহার আর টেকসই নয় উল্লেখ করে তিনি বলেন—
“আগের মতো রাজনীতি আর চলবে না। এখন মানুষ সচেতন, প্রযুক্তি–নির্ভর এবং রাজনৈতিক আচরণেও পরিবর্তন এসেছে। রাজনীতি এখন বদলে গেছে, সময় এসেছে নতুন ধারার নেতৃত্ব গড়ে তোলার।”