সৌরভ গাঙ্গুলি—ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। সম্প্রতি নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রোমো ভিডিওতে তার উপস্থিতি নতুন আলোচনার জন্ম দেয়। পাশাপাশি, তার জীবনীভিত্তিক একটি বায়োপিকও নির্মাণাধীন। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেন ভারতের সাবেক অধিনায়ক।
সাক্ষাৎকারে গাঙ্গুলিকে সরাসরি জিজ্ঞেস করা হয়, ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ নেই এবং কখনো এই পথে পা বাড়ানোর ইচ্ছাও নেই।
তিনি বলেন,
“কোনোদিন রাজনীতি করিনি, আর করবও না। রাজনীতির প্রতি একটুও আগ্রহ নেই। অনেকে রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে আসে, অনুষ্ঠানে একসঙ্গে ছবি তোলা হয়—কিন্তু তার মানেই রাজনীতি করা নয়। এইসব ছবি দেখেই অহেতুক জল্পনা শুরু হয়ে যায়।”
সাক্ষাৎকারে আরও একটি প্রশ্ন ছিল, তার স্ত্রী যদি একজন অভিনেত্রী হতেন তবে তিনি কি তাতে সম্মত হতেন বা কোনো চ্যালেঞ্জে পড়তেন?
উত্তরে গাঙ্গুলি বলেন,
“নায়িকা স্ত্রী মানেই বিচ্ছেদ—এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকাল সাধারণ ঘরের মেয়েদের বিয়েতেও বিচ্ছেদ হয়। সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হলো পারস্পরিক বোঝাপড়া। তারকাদের জীবন নিয়ে অনেক ভুল খবর ছড়ায়, যা বাস্তবতার সঙ্গে মেলে না।“
গাঙ্গুলির এই স্পষ্ট বক্তব্য আরও একবার প্রমাণ করলো—তিনি ক্রিকেটের বাইরের আলোচনাতেও ঠিক ততটাই সংযত ও পরিপক্ব।