নভেম্বরের প্রথম দিনেই ঢাকাবাসী পেলেন ঝুম বৃষ্টির চমক। দুপুরের পর থেকেই আকাশজুড়ে ছড়িয়ে পড়ে কালো মেঘ, আর বিকেল গড়াতেই নামতে শুরু করে বৃষ্টি। বিকেল সাড়ে ৪টার দিকেই ঢাকার আকাশ অন্ধকারে ঢেকে যায়, যেন রাত নেমে এসেছে আগেভাগেই। এরপর বিকেল ৫টার পর শুরু হয় প্রবল বর্ষণ, যা রাজধানীর নানা এলাকায় জনজীবনকে খানিকটা থমকে দেয়।
বৃষ্টির কারণে অনেকে ছাতা বা রেইনকোট ছাড়া বের হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন। অফিসফেরত মানুষ, পথচারী ও রিকশাযাত্রীদের ভিজে ফিরে যেতে দেখা গেছে। অনেক এলাকায় সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়,
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির প্রবণতা আবারও বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।