মাহে রমজান মুসলমানদের জন্য পবিত্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাস। প্রতিবছরই এই মাসকে ঘিরে বিশ্বজুড়ে মুসলমানদের প্রস্তুতি শুরু হয়ে যায় আগেভাগেই। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে জানা গেছে—২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত তারিখ ঠিক হবে। দক্ষিণ এশিয়ায় সাধারণত একদিন পরে রোজা শুরু হয়, তাই বাংলাদেশে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
সাধারণত রমজান ২৯ বা ৩০ দিনের হয়। সে অনুযায়ী ঈদুল ফিতর পড়তে পারে ১৯ বা ২০ মার্চ। বর্তমানে রমজান শুরু হতে এখনও প্রায় ৯১–৯২ দিন সময় বাকি আছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ সময়ে বাংলাদেশের দিনের দৈর্ঘ্য তুলনামূলক ছোট থাকবে। সেই হিসেবে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১১–১২ ঘণ্টা। শুরুতে দিন ছোট হওয়ায় রোজা তুলনামূলক সহজ লাগলেও, মার্চের দিকে তা সামান্য বাড়তে পারে। এ বছর রমজান পড়ছে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে, ফলে সেহরি ও তারাবির সময় হালকা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলাম ধর্মে রোজা বা সিয়াম একটি ফরজ ইবাদত, যেখানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয়, শারীরিক সম্পর্ক ও সকল অনৈতিক আচরণ থেকে বিরত থাকে। রোজা কেবল ক্ষুধা–তৃষ্ণা সহ্য করার নাম নয়—এটি আত্মসংযম, ধৈর্য, নৈতিক উন্নতি এবং গরিবদের প্রতি সহানুভূতির শিক্ষা দেয়। রমজানকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস; এই মাসে প্রতিটি সৎকর্মের প্রতিদান বহু গুণ বৃদ্ধি করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.