ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বিধ্বস্ত শহর ও গ্রামে ফিরতে শুরু করেছেন দশ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শান্তিচুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিকভাবে সরে গেছে এবং গোলাগুলি বন্ধ রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হবে সোমবার।
অন্যদিকে হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (PIJ) এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (PFLP) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা গাজার ওপর কোনো বিদেশি অভিভাবকত্ব বা নিয়ন্ত্রণ মেনে নেবে না। গাজার কর্মকর্তারা যুদ্ধ চলাকালীন ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যার তদন্তে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার দাবি জানিয়েছে, জানিয়ে যে ৬,০০০টি ত্রাণবাহী ট্রাক কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় পৌঁছাতে প্রস্তুত।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৭,২১১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৬৯,৯৬১ জন আহত হয়েছেন। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়।