পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রী খাজা আসিফ ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা ও কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যদি ভারত পুনরায় যুদ্ধের পথ নেয় তাহলে তাদের ধ্বংস হওয়া যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই তাদের কবরস্থ করা হবে — এমন হুমকি মুখে উচ্চারণ করেছেন তিনি। জিও নিউজের প্রতিবেদনে শনিবার (৫ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যেমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
খাজা আসিফ আরও বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতারা সম্প্রতি যারূপ মন্তব্য করে চলেছে তা তাদের নিজের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা মাত্র। তিনি মন্তব্যে ইঙ্গিত দেন যে উর্ধ্বতন স্তরের চাপে এ ধরনের উসকানিমূলক বক্তব্য প্রকাশ হচ্ছে। তিনি বলেন, অতীতে ৬-০ ব্যবধানে পরাজয়ের উদাহরণ টেনে ধরে—যদি তারা আবারও আগ্রাসন চেষ্টায় নেমে পড়ে, পাকিস্তান তত বেশি শক্তিশালী প্রতিক্রিয়া দেবে।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের বক্তব্যকে উসকানিমূলক বলে উল্লেখ করেন এবং বলে দিয়েছেন, এমন উগ্র উক্তি আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে ও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভারতের সামরিক নেতৃত্বের কাছ থেকে প্রকাশিত প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি-ভিত্তিক ভাষাকে নিয়ে এখন দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, দিনের আগেই ভারতীয় সেনাপ্রধান এবং প্রতিরক্ষমন্ত্রীও কঠোর বিবৃতি দিয়েছেন—তাদের বক্তব্যে পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছে, সীমান্ত বা সন্ত্রাসবাদ সংক্রান্ত কোনো হুমকি মানা হবে না এবং তীব্র প্রতিক্রিয়া হবে। এই বিবাদ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে নতুন করে চাপ সৃষ্টি করেছে; প্রতিবেশী দুই দেশের মধ্যে পরিস্থিতি সতর্ক পর্যবেক্ষণের বিষয় হয়ে রয়েছে।
Leave a Reply