আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ফের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৫ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ‘মিনিটম্যান থ্রি’ নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। খবর—নিউজউইক।
মিনিটম্যান থ্রি ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ১৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ঘণ্টায় প্রায় ২৪ হাজার কিলোমিটার বেগে ছুটতে পারে। ১৯৭০-এর দশকের গোড়ার দিক থেকে ব্যবহৃত এ ক্ষেপণাস্ত্রকে এখনো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়।
বুধবারের উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার ৭৫০ কিলোমিটার (৪২০০ মাইল) অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন অ্যাটলে অবস্থিত রোনাল্ড রিগ্যান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে সফলভাবে আঘাত হানে।
মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রটির নির্ভরযোগ্যতা, যুদ্ধ প্রস্তুতি ও নির্ভুলতা যাচাই করা। পরীক্ষায় কোনো পরমাণু ওয়ারহেড ব্যবহার করা হয়নি বলে জানানো হয়।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়, যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুনরায় পারমাণবিক পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন। তার দাবি, চীন ও রাশিয়া ইতোমধ্যেই এমন পরীক্ষা করছে। তবে মস্কো ও বেইজিং ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন ও উসকানিমূলক বলে নাকচ করেছে।