1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে ২ বিলিয়ন ডলারের তেল সরবরাহ করবে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯ Time View

ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ ঘোষণা দেন। চুক্তিটি চীনের জন্য নির্ধারিত তেল সরবরাহকে অন্য পথে নিয়ে আসবে এবং ভেনেজুয়েলাকে উৎপাদন কমানোর গভীর প্রভাব থেকে বাঁচাতে সাহায্য করবে।

ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ইন্টারিম প্রেসিডেন্ট ডেলসি রোদরিগেজ মার্কিন কোম্পানিগুলোর কাছে “সম্পূর্ণ প্রবেশাধিকার” দিতে হবে। চুক্তি অনুযায়ী, ভেনেজুয়েলা ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘নিষিদ্ধ তেল’ যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে। তেল বাজার মূল্যে বিক্রি হবে এবং আয়ের ব্যবস্থাপনা ট্রাম্পের অধীনে থাকবে।

চেভরন কোম্পানি ভেনেজুয়েলার তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করছে। এটি এখন পর্যন্ত একমাত্র কোম্পানি, যা এই ব্লকেড অবস্থায় ভেনেজুয়েলার তেল আমদানি ও রপ্তানি চালাচ্ছে।

ভেনেজুয়েলার তেল মার্কিন সারা উপকূলীয় রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা যায় এবং যুক্তরাষ্ট্রে জব ও জ্বালানির ভবিষ্যৎ দাম নিয়ন্ত্রণে চুক্তিটি “ভাল খবর” হবে বলে মার্কিন অভ্যন্তরীণ মন্ত্রী ডগ বার্গাম উল্লেখ করেছেন।

চুক্তি বাস্তবায়নের ফলে ভেনেজুয়েলায় মূলধন প্রবাহিত হবে, অর্থনীতি পুনর্গঠন সম্ভব হবে এবং দেশটি মার্কিন প্রযুক্তি ও সহযোগিতার মাধ্যমে পুনর্গঠন করতে পারবে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss