1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

যশ-নুসরাত আলাদা থাকছেন ডিসেম্বর থেকে, তাহলে কি বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা?

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৯ Time View

কয়েক বছর আগেও টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি ছিলেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। একে-অপরের প্রেমে পড়া, সংসার গড়া, সন্তান ঈশানের আগমন—সব মিলিয়ে ছিল যেন রূপকথার গল্প। কিন্তু সেই গল্পে এখন জমেছে বিষাদের ছায়া। জোর গুঞ্জন, অনেক আগেই সম্পর্কের ইতি টেনেছেন এই দুই তারকা।

সম্প্রতি যশ ও নুসরাতের ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি থেকেই শুরু হয় জল্পনা। একদিকে যশ স্টোরি পোস্টে লেখেন, “তোমার পাশে একমাত্র তুমিই থাকো”, অন্যদিকে দেখা যায়, তারা একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন। একই দিনে যশ ও নুসরাত যে যার ছেলের ছবি পোস্ট করলেও, সেই মুহূর্তগুলো ছিল আলাদা-আলাদা জায়গা থেকে। স্বাভাবিকভাবেই এইসব ঘটনায় নতুন করে গতি পেয়েছে তাদের বিচ্ছেদের গুঞ্জন।

টালিপাড়ার অন্দরের খবর, ডিসেম্বর থেকেই আর একসঙ্গে থাকছেন না তারা। শুধুমাত্র কাজের প্রয়োজনে যোগাযোগ থাকলেও, ব্যক্তিগতভাবে তারা আলাদা সময় কাটাচ্ছেন। এমনকি শোনা যাচ্ছে, যশ ইতিমধ্যেই ফিরে গেছেন তার পুরনো ফ্ল্যাটে, আর নুসরাত থাকছেন পাম আভিনিউর বাড়িতে।

আরও জানা গেছে, যশের প্রাক্তন প্রেমিকাকে ঘিরেই শুরু হয় এই অশান্তির সূত্রপাত। যশ যখন মুম্বাইয়ে ছিলেন, তখন নুসরাত তার উপর নজরদারি শুরু করেন বলে গুঞ্জন। পরে যশকে একসঙ্গে থাকার কিছু শর্ত দেন নুসরাত, কিন্তু যশ নাকি তাতে রাজি হননি।

সম্প্রতি যশ বড় ছেলেকে নিয়ে ঘুরে এসেছেন থাইল্যান্ড থেকে। আর নুসরাত ছেলেকে নিয়ে ছিলেন উত্তরবঙ্গে, নিজের পরিবারসহ।

বিচ্ছেদ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, সবকিছুই যেন বলছে—এই সম্পর্ক আর আগের মতো নেই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss