যশোরের বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রতীক্ষিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। জাতীয় গুরুত্বপূর্ণ এই সামরিক আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই একাডেমি প্রাঙ্গণে বিরাজ করছে অনন্য আবহ। শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম, তবে মূল কুচকাওয়াজ এখনো শুরু হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান যথাসময়ে প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান। আগমনের পর তাকে আনুষ্ঠানিকভাবে পুরো কুচকাওয়াজ এলাকা ঘুরে দেখানো হয়। এরপর নির্ধারিত সামরিক যানযোগে তিনি গ্রাউন্ডের বিভিন্ন সেকশন ঘুরে বিমান বাহিনীর প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম প্রত্যক্ষ করেন।
চৌকস সদস্যদের কুচকাওয়াজ ও ফ্লাইপাসে থাকবে বিমানের সক্ষমতার প্রদর্শন
আজকের কুচকাওয়াজে অংশ নিচ্ছে বিভিন্ন স্কোয়াডের চৌকস বিমান বাহিনী সদস্যরা। নির্ধারিত কর্মসূচির মধ্যে থাকবে পরিপাটি প্যারেড, সশস্ত্র কুচকাওয়াজ এবং মনোজ্ঞ ফ্লাইপাস। আকাশে ভেসে উঠবে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান, যা তুলে ধরবে বাহিনীর বৈমানিকদের দক্ষতা ও বায়ু-সক্ষমতার নিখুঁত বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্ববহ দিক হচ্ছে বাফা (বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি) কোর্সে উত্তীর্ণ নবীন কর্মকর্তাদের কমিশন প্রদান। এই কমিশনপ্রাপ্তি তাদের সামরিক জীবনের এক গর্বিত ও চিরস্মরণীয় অধ্যায়, যা ভবিষ্যতের দায়িত্বশীলতা ও নেতৃত্বগুণের ভিত্তি রচনা করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব ইউনিট সদস্যদের মধ্যেই লক্ষ্য করা গেছে সুস্পষ্ট শৃঙ্খলা ও পরিপাটি উপস্থিতি। প্রতিটি স্কোয়াড নিজেদের নির্ধারিত কার্যক্রম ও প্রদর্শনীতে নিজেদের দক্ষতা ও দেশপ্রেমের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে। প্যারেড মাঠ জুড়ে শৃঙ্খলার প্রতিটি ধাপেই স্পষ্ট বাহিনীর প্রস্তুতি ও দায়বদ্ধতা।
প্যারেড গ্রাউন্ড পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান তার নির্ধারিত আসনে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই আজকের রাষ্ট্রপতি কুচকাওয়াজের পূর্ণাঙ্গ কার্যক্রম তিনি সরাসরি প্রত্যক্ষ করবেন।
এই রাষ্ট্রীয় কুচকাওয়াজ শুধু একটি সামরিক প্রদর্শনী নয়, বরং একটি প্রতীক—দেশপ্রেম, কর্তব্য ও নেতৃত্বের।
সন্ধ্যার মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠানিকতা, যেখানে জাতি দেখবে দেশের সাহসী সন্তানদের সম্মানজনক যাত্রা শুরুর অবিস্মরণীয় মুহূর্ত।
Leave a Reply