প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে দেশের জনজীবন। চলমান শৈত্যপ্রবাহের মধ্যেই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তাপমাত্রা নেমে এসেছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে—যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।
আবহাওয়া অফিস জানায়, উত্তরবঙ্গের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের প্রায় ৪১টি জেলার ওপর দিয়ে তীব্র শীত বিরাজ করছে।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার থেকে শীতের প্রকোপ আরও বেড়েছে। বেলা গড়ালেও শীতের তীব্রতা কমছে না, ফলে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না।
যারা বের হচ্ছেন, তাদের হিমেল বাতাসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। পাশাপাশি বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
এদিকে রাজধানী ঢাকায় আজকের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। অনেক এলাকায় কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপ বিকিরণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.