রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কার্যত জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন বুধবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত তিন থেকে চার দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা মিলছে না। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। যারা জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন, তাদের জন্য শীতবস্ত্র পরেও স্বস্তি মিলছে না।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, টানা দুই দিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শতভাগে পৌঁছেছে। আগামী কয়েক দিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে শীতের প্রকোপ বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
Leave a Reply
You must be logged in to post a comment.