আইপিএল থেকে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলাকে যদি খেলার জায়গায় রাখা যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাধুলার ভেতরে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন,
‘দুটি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক রাখা যায়। কিন্তু এখানে ঠিক উল্টো কাজটি করা হয়েছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশের জনগণের মনে আঘাত দিয়েছে।
‘এই সিদ্ধান্তে জনমনে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে,’—বলেন রিজওয়ানা হাসান।
তিনি জানান, আইপিএল সম্প্রচার বন্ধসহ সম্ভাব্য পদক্ষেপগুলোর আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা কেবল ক্রীড়াঙ্গনেই নয়, রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে দেশবাসী।
Leave a Reply
You must be logged in to post a comment.