রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির এক শীর্ষ কর্মকর্তা।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত প্রধান শুটার জিনাত, হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের এক সহযোগী। তৃতীয় ব্যক্তি সরাসরি হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের মোটিভ এবং অন্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply
You must be logged in to post a comment.