কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানে চালানো ‘অপারেশন সিন্দুর’ স্থগিত করা হয়েছে—কিন্তু তা শেষ হয়ে যায়নি, সোমবার (১২ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই বার্তা স্পষ্টভাবে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান যথাযথ পদক্ষেপ না নিলে এই অভিযান আবার শুরু হবে।
“অপারেশন সিন্দুর কেবল বিরতি নিয়েছে, প্রয়োজন হলে আবার শুরু হবে,” দৃঢ় কণ্ঠে বলেন মোদি। তাঁর ভাষণে স্পষ্ট ছিল—এই অভিযানের মাধ্যমে ভারত একটি নতুন নিরাপত্তা নীতি গ্রহণ করেছে, যেখানে সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে আগাম হামলা এখন ‘নতুন স্বাভাবিক’।
মোদি বলেন, “পাকিস্তানের জানা উচিত, অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। এটি কেবলমাত্র তাদের প্রতিশ্রুতি অনুসারে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদি তারা বিভ্রান্তিকর কৌশল নেয়, আমরা প্রতিক্রিয়ায় পুনরায় আঘাত হানব।”
তিনি আরও বলেন, “আমরা এখন থেকে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন করব একটি মাত্র মানদণ্ডে—তারা সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়ে কতটা আন্তরিক।”
২২ মিনিটের ভাষণে মোদি উল্লেখ করেন, “ভারতের নির্ভুল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনারও বাইরে ছিল। কেবল অবকাঠামো নয়, তাদের মনোবলও ভেঙে দিয়েছে এই আঘাত।”
তিনি জোর দিয়ে বলেন, “অপারেশন সিন্দুর কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়। এটি ভারতের সন্ত্রাস-বিরোধী কৌশলে একটি মতবাদগত মোড় পরিবর্তন। এখন থেকে সন্ত্রাসী কার্যকলাপ যেখানে থাকবে, ভারত সেখানে পৌঁছাবে।”
মোদি এটিকে “নতুন স্বাভাবিক” বলে আখ্যায়িত করেন—যেখানে আত্মরক্ষা নয়, আগাম প্রতিরোধই ভারতের নিরাপত্তা দর্শনের ভিত্তি হবে।
পারমাণবিক ব্ল্যাকমেইলে কাজ হবে না পাকিস্তানের পারমাণবিক শক্তির হুমকিকে “ব্ল্যাকমেইল কৌশল” হিসেবে অভিহিত করে মোদি বলেন, “ভারত এই ব্ল্যাকমেইল বরদাশত করবে না। সন্ত্রাসবাদ যদি পারমাণবিক অস্ত্রের আড়ালে আশ্রয় নেয়, তবুও আমরা নির্দিষ্ট ও চূড়ান্ত পদক্ষেপ নেব।”
মোদি স্পষ্ট করে বলেন, ভারত এখন থেকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র এবং জঙ্গি সংগঠনের মধ্যে আর কোনো পার্থক্য রাখবে না। “যারা আশ্রয় দেয়, অর্থ দেয় বা পরিকল্পনায় যুক্ত, তাদের সবাইকে ভারত এক চোখে দেখবে।”
‘অপারেশন সিন্দুর’ শুরুর পর চারদিন ধরে দুই দেশের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলা চলে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়। আর তার দুদিন পর, সোমবার জাতির উদ্দেশে এই কৌশলগত ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি।
Leave a Reply