লিওনেল মেসির জোড়া গোল ও দারুণ পারফরম্যান্সে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে এমএলএস প্লে-অফের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি। ম্যাচের চারটি গোলেই সরাসরি অবদান ছিল আর্জেন্টাইন সুপারস্টার মেসির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ১০তম মিনিটে একক প্রচেষ্টায় চমকপ্রদ গোল করেন মেসি। মাঝমাঠ থেকে বল পেয়ে একে একে চার ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে জালে পাঠান বলটি।
এরপর ৩৯তম মিনিটে মাতেও সিলভেত্তির ব্যাকপাসে ফাঁকা জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এর মাধ্যমে পেশাদার ফুটবলে ৪০০তম অ্যাসিস্টের মাইলফলকও স্পর্শ করেন এই আর্জেন্টাইন জাদুকর—যা ফুটবল ইতিহাসে এক অনন্য অর্জন।
দ্বিতীয়ার্ধে ন্যাশভিলের রক্ষণে আরও চাপ বাড়ায় মায়ামি। ৭৩তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে জর্দি আলবার পাসে গোল করেন আলেন্দে। এরপর আবারও মেসির অ্যাসিস্ট থেকেই আলেন্দে জালের দেখা পেলে ৪–০ ব্যবধানে বড় জয় পায় ইন্টার মায়ামি।
মেসির নেতৃত্বে দুর্দান্ত এই জয়ে মায়ামি এখন প্লে-অফের সেমিফাইনালে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে আরও শক্তিশালী এক প্রতিপক্ষের সঙ্গে।