মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে একের পর এক রানের উৎসব চলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শততম টেস্টে মুশফিকুর রহিমের ঐতিহাসিক সেঞ্চুরির পর লিটন দাসও তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। দুজনের পরিপূর্ণ ব্যাটিং প্রদর্শনীতে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৮৭ রান।
দিনের শুরুতে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক দিনের দ্বিতীয় ওভারে জর্ডান নিলের বলে এক রান নিয়ে শততম টেস্টে নিজের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন। পুরো স্টেডিয়ামের দৃষ্টি ছিল তার দিকে।
এদিকে আড়ালে থেকে নিজের দায়িত্বটা নিখুঁতভাবে পালন করেছেন লিটন দাস। পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি—যা এসেছে তার প্রথম শ্রেণির শততম ম্যাচে। বিশেষ এই মাইলফলকের দিনে ব্যাটে তুলে ধরলেন দারুণ এক ইনিংস। এর আগে লিটনের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ছিল গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২০ ওভার শেষে লিটন দাস অপরাজিত আছেন ১০০* রানে, তার সঙ্গে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ (৩০*; ৭৮ বল)।
এর আগে ওপেনিং জুটিতে ৫২ রানের দৃঢ় সূচনা এনে দেন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তিনে নামা মমিনুল হকও খেলেছেন দায়িত্বশীল ইনিংস—ফিফটির পর আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে যোগ করেন ১০৭ রানের জুটি। তবে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছেন মাত্র ৮ রানে।
শেষদিকে লিটন-মুশফিক জুটির দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে তোলে বাংলাদেশ।