1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে আবেগঘন শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮ Time View

বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বন্ধুত্ব এবং মাঠের পারস্পরিক সম্মান দীর্ঘদিনের। সেই সম্পর্কেরই আরেকটি উজ্জ্বল প্রকাশ দেখা গেল মুশফিকের ১০০তম টেস্ট উপলক্ষে সাকিবের আবেগঘন বার্তায়।

জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়ছোঁয়া পোস্টে স্মরণ করেন মুশফিকের ক্রিকেট যাত্রার শুরু এবং নিজের ব্যক্তিগত অনুভূতির কথা। তিনি লিখেছেন,
“মুশফিক ভাই যখন লর্ডসে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন, তখন আমি BKSP-এর রিক্রিয়েশন রুমে বসে এক বলও মিস না করে ম্যাচটি দেখেছিলাম। সেদিন থেকেই তিনি আমাকে ও দেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।”

সাকিব জানান, বয়সভিত্তিক দলে খেলাকালীন মুশফিককে তিনি প্রথম দেখেছিলেন নিজের অধিনায়ক হিসেবে। সেই স্মৃতি আজও তাঁর কাছে অমূল্য।
“তখন যেমন তাঁকে আমার নেতা মনে করেছি, এখনো এবং ভবিষ্যতেও তাঁকে একইভাবে সম্মান করবো”— পোস্টে লিখেছেন সাকিব।

মুশফিকের ১০০তম টেস্ট উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়ে আরও বলেন—
“এটা যেকোনো ক্রিকেটারের জন্যই ঐতিহাসিক মাইলফলক। তোমার প্রথম ম্যাচ যেমন দেখেছি, তোমার ১০০তম টেস্টের প্রতিটি বলও আমি দেখবো। ইচ্ছে আছে—এই ম্যাচটি তোমার সঙ্গে খেলতাম এবং মাঠে তোমার সাফল্য উদযাপন করতাম।”

পোস্টের সঙ্গে সাকিব একটি ছবি শেয়ার করেন, যেখানে দু’জনকে বাংলাদেশ দলের জার্সিতে হাসিমুখে দেখা যাচ্ছে—যা দুই তারকার দীর্ঘদিনের সখ্যতার প্রতীক।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাত্র কয়েকজন খেলোয়াড়ই এমন অসাধারণ মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। মুশফিকের এই অর্জন দল, সতীর্থ এবং সমর্থকদের জন্য বিশেষ গর্বের বিষয়। আর সেই বিশেষ মুহূর্তে সাকিবের আবেগময় বার্তা ভক্তদের মাঝে আরও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss