নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৪ অক্টোবর) সকালে এ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “ভ্রান্ত কথা বলে, মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। রিজভী বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, তবে তারা আর আগের মতো সাজানো নির্বাচন চায় না।”
এ সময় ভারতের পূজা মণ্ডপে ড. ইউনূসের অবয়ব বিকৃতিকে “নিম্নরুচির পরিচয়” বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply