রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল লেখেন, “রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।”
তিনি আরও জানান, এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “দায়ীদের বিরুদ্ধে মামলা ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’-এর ধারা ১০ এর আওতায় নেওয়া হবে, যাতে বিচার বিলম্ব না হয় এবং জনগণের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায়।”
গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সোহাগকে মিটফোর্ড গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনে বের করে এনে পাশবিকভাবে হত্যা করা হয়। এমন নির্মমতা ও আইনহীনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সরকারের এই ঘোষণাকে নাগরিকরা স্বাগত জানাচ্ছেন।
Leave a Reply