মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে রেকর্ড পরিমাণ ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত বিল পাস হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে ৭৭-২০ ভোটে বিলটি অনুমোদন পায়।
এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে। ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামে পরিচিত এই বিলটি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।
অনুমোদিত বিলটিতে মূলত চীন ও রাশিয়ার মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর আওতায় আগামী দুই বছরে ইউক্রেনকে প্রতি বছর ৪০০ মিলিয়ন ডলার করে মোট ৮০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে মিত্র দেশ ইসরায়েল পাবে ৬০০ মিলিয়ন ডলার সহায়তা।
এছাড়া বাজেটের অংশ হিসেবে সিরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা সংক্রান্ত ‘সিজার আইন’ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ বিলিয়ন ডলার।
বিল অনুযায়ী ইউরোপ ও দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা মার্কিন সেনাদের সংখ্যা কমানো হবে। একই সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের বেতন প্রায় ৪ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এনডিএএ যুক্তরাষ্ট্রের এমন একটি আইন যা সাধারণত দ্বিদলীয় সমর্থন পেয়ে থাকে। তবে চলতি বছরের প্রক্রিয়াটি ছিল তুলনামূলকভাবে জটিল। প্রেসিডেন্ট ট্রাম্পের আপত্তির কারণে বিল থেকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) এবং জলবায়ু-কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির জন্য নির্ধারিত প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের তহবিল বাদ দেওয়া হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.