মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো’র ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ—জাতিসংঘের সদর দফতরের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্য ছিল “উসকানিমূলক ও বেপরোয়া”।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে হাজারো প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন পেত্রো। সেখানে তিনি বলেন, কলম্বিয়া জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে, যাতে গঠিত হবে একটি “বিশ্ব রক্ষাকারী বাহিনী” (World Salvation Army)। এই বাহিনীর প্রথম দায়িত্ব হবে ফিলিস্তিনকে মুক্ত করা।
পেত্রো আরও বলেন—
“আমি মার্কিন সেনাদের বলছি, মানবতার দিকে অস্ত্র তাক করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার আদেশ মেনে চলুন।”
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবি, এ বক্তব্য সেনাদের বিদ্রোহে উসকে দিতে পারে, তাই প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর শুক্রবার পেত্রো ব্রিটিশ সংগীতশিল্পী রজার ওয়াটার্স-এর সঙ্গে বিক্ষোভে অংশ নেন।
পেত্রো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন: “Free Palestine. If Gaza falls, humanity dies.”
এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “গাজা গণহত্যার সহযোগী” আখ্যা দেন এবং তার বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপের আহ্বান জানান।
২০২৪ সালে কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটিতে কয়লা রপ্তানিতে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে।
বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্র-কলম্বিয়া সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। পেত্রোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
Leave a Reply