যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে এক বিশেষ ১ ডলারের কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি। খসড়া নকশায় ট্রাম্পের প্রোফাইল ছবি ও উঁচু করা মুষ্টির ভঙ্গিতে দৃঢ়তার প্রতীকী প্রকাশ দেখা গেছে—যা ২০২৪ সালের জুলাইয়ে হামলার পর তোলা ঐতিহাসিক ছবির অনুকরণ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েনটির সামনের দিকে ট্রাম্পের মুখাবয়বের উপরে লেখা আছে ‘LIBERTY’ এবং নিচে ‘1776–2026’। অপর পাশে রয়েছে ট্রাম্পের উঁচু মুষ্টি তোলা ভঙ্গি। এই নকশার ছবিটি তুলেছিলেন এপি’র সাংবাদিক ইভান ভুচি।
মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ তার এক্স (পূর্বে টুইটার) পোস্টে প্রথমবার খসড়া নকশাটি প্রকাশ করেন, পরে ট্রেজারি অফিস সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। যদিও যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ছাপার অনুমোদন নেই, তবু ট্রেজারি জানিয়েছে, এই নকশা দেশটির ইতিহাস ও গণতন্ত্রের শক্তির প্রতীক হিসেবেই বিবেচিত হবে।
এক মুখপাত্র জানান, “শাটডাউনের মধ্যেও ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আজ আরও শক্তিশালী ও সমৃদ্ধ অবস্থায় রয়েছে।” চূড়ান্ত নকশা এখনো নির্ধারিত না হলেও প্রকাশিত খসড়া ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply