আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২২ অক্টোবর) সকালে ওই কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তারা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন ১৫ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি নির্ধারণ করা হয়।
দুই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে—এর মধ্যে একটি মামলায় ১৭ জন ও অন্যটিতে ১৩ জন আসামি রয়েছেন। বর্তমানে ২৩ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে রয়েছেন।
এদিকে, সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোর থেকেই হাইকোর্ট মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইলসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়।