মালয়ালাম বক্স অফিস কাঁপাচ্ছে নতুন সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’। মুক্তির মাত্র ১৫ দিনের মাথায় ২০৩ কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়েছে এটি। চলতি বছরের ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ডোমিনিক অরুন। প্রযোজনা করেছে দক্ষিণি সুপারস্টার দুলকার সালমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস।
নারী প্রধান চরিত্র ঘিরে নির্মিত এই সিনেমার গল্পে দেখা গেছে এক অলৌকিক শক্তিধর নারীর কাহিনি। এটি ভারতীয় সিনেমায় প্রথম কোনো সুপারহিরোইন কেন্দ্রিক ফ্যান্টাসি ছবি, যেখানে রয়েছে দারুণ ভিজ্যুয়াল এফেক্টস এবং চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য।
সিনেমাটি নির্মিত হয়েছে কেরালার এক লোককাহিনি অবলম্বনে। রক্তপিপাসু ডাকিনির গল্পের সঙ্গে অঙ্গ পাচারসহ সমসাময়িক নানা সমস্যাকে জুড়ে দিয়েছে কাহিনি। নতুনত্বের কারণেই মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত এ সিনেমা এত বড় সাফল্য পেয়েছে।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন, যিনি এই ছবির মাধ্যমে ভারতের প্রথম নারী অভিনেত্রী হিসেবে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন। আরও অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। বিশেষ ক্যামিওতে রয়েছেন দুলকার সালমান, টোভিনো থমাস ও আন্না বেন। কিংবদন্তি মাম্মুটি দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ।
‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’ এখন ভারতের সবচেয়ে দ্রুত ২০০ কোটির ঘর ছোঁয়া সিনেমাগুলোর একটি, ‘এম্পুরান’-এর পর। নারী প্রধান ফ্যান্টাসি সিনেমা হিসেবে এটি ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রে নতুন এক ইতিহাস রচনা করেছে।
Leave a Reply