সমাবেশ শেষে শান্তি ও ঐক্যের বার্তা
মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
সমাবেশে বক্তব্যে তারেক রহমান বলেন,
“যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই—সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন,
“আমি আপনাদের সামনে আবারও বলতে চাই—আই হ্যাভ অ্যা প্ল্যান। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই আমি কাজ করতে চাই।”
দীর্ঘ সময় পর দেশে ফিরে প্রথমেই মায়ের সঙ্গে সাক্ষাতে যাওয়াকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।