ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) সকালে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমানে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, বিমানটি বিধ্বস্ত হয়ে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা মিজানুর রহমান জানান, “বিমানটি সরাসরি আমাদের মূল ভবনের ওপর পড়ে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন।”
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আতঙ্কিত শিক্ষার্থী ও স্থানীয়দের ছোটাছুটি এবং চিৎকারে এলাকা মুহূর্তেই অস্থির হয়ে ওঠে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত শুরু করেছে।
Leave a Reply