সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মস্তিষ্কে এখনও গুলির অংশ রয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কে থাকা গুলির অংশ দ্রুত অপসারণ করা না গেলে অবস্থার আরও অবনতি হতে পারে।
তবে সমস্যা হলো—হাদির শরীর এখনও সেই জটিল অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। হাসপাতাল সংশ্লিষ্ট চিকিৎসক ও তার চিকিৎসা তদারকিতে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে তাকে স্থিতিশীল রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার।
এদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। কিন্তু চিকিৎসকরা মনে করছেন, এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণ তার জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে।
চিকিৎসকদের মতে, হাদির মস্তিষ্ক ছাড়া অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবারের সঙ্গে আলোচনার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।
হাদির চিকিৎসার সার্বিক দেখভালের জন্য তার সঙ্গে রয়েছেন বড় দুই ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
Leave a Reply
You must be logged in to post a comment.