চলতি বছরের শেষার্ধে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সবকিছু ঠিক থাকলে কনফারেন্সে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সময় সংবাদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মিয়া গোলাম পরওয়ার জানান, বসুন্ধরাস্থ কার্যালয়ে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রুশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়—
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি
বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক
বিনিয়োগের সম্ভাবনা
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা
রাশিয়া বাংলাদেশের প্রতি ভবিষ্যতেও দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে এবং বিনিয়োগ বাড়াবে বলে রাষ্ট্রদূত আশ্বাস দেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠেয় ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান, যা সম্ভবত এ বছরের অক্টোবর বা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। জামায়াত আমির ইতোমধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
Leave a Reply